34 C
Kolkata
Friday, March 29, 2024
spot_img

লালগড়ের বাঘ!! চলেছে কোথায়?

সন্দীপ ঘোষ, ঝাড়গ্রাম:

লালগড়ের জঙ্গলে এবার আর মাও নয়, দেখা মিলেছে বাঘের। আর তাতেই তটস্থ এলাকার মানুষ। কিন্তু, লালগড়ের জঙ্গলে এই বাঘ বাবাজি কি পাকাপাকি আস্তানা গাড়তে বসেছেন? আর এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে সকলের মাথায়।

কিন্তু, বাঘ বিশেষজ্ঞদের দাবি, বাঘ সাধারণত যে ধরনের জঙ্গলে থাকতে ভালবাসে লালগড়ের জঙ্গল তেমনই। এই রয়্যাল বেঙ্গল টাইগারটি লালগড়ের জঙ্গলকে ট্রানজিট রুট হিসাবে ব্যবহার করছে। আসলে তার টার্গেট ঝাড়গ্রাম বা দক্ষিণ বাঁকুড়ার সুতানের জঙ্গল। কারণ সুতানের জঙ্গলে হাতির ভালোরকম যাতায়াত আছে এমনকি জঙ্গলের বেশকিছু গ্রাম আছে যেখানে প্রচুর গবাদি পশুও আছে। এছাড়াও এই জঙ্গলে প্রচুর পরিমানে হরিণও আছে। যা বাঘের প্রিয় খাদ্য।
[espro-slider id=1793]

এখন প্রশ্ন তাহলে লালগড়ের জঙ্গলে বাঘটি এখনও রয়েছে কেন? এর উত্তরে বন্যপ্রাণী বিশেষজ্ঞদের মত, বাঘ দীর্ঘদিন ধরে পথ চললে একটা জায়গাকে সে জিরোবার স্থান হিসাবে ব্যবহার করে। এই সময়ে সে এখানে খাবার সংগ্রহ করে। পেটপুরে খাবার খেয়ে দিন কয়েক জিরিয়ে নিয়ে আবার চলতে শুরু করে। লালগড়ের জঙ্গলে যে বাঘের দেখা মিলেছে তা সামনে আসে শুক্রবার। কিন্তু, পরিসংখ্যান বলছে লালগড়ে বিগত কয়েক দিন ধরেই নানাভাবে গবাদি পশুরা জখম হয়েছে এবং বিশেষজ্ঞদের কথা যদি মানা যায় তাহলে লালগড়ের বাঘের কিন্তু জিরিয়ে নেওয়ার সময় শেষ হয়ে এসেছে। সুতরাং, এবার সে তার গন্তব্যের দিকে এগিয়ে গেলও যেতে পারে।

উল্ল্যেখ্য, বনমন্ত্রী বিনয়কৃষ্ণ বর্মন যদিও জানিয়েছেন, বাঘ ধরতে একটি দল লালগড়ে গিয়েছে। বাঘ ধরা পড়লে তার মতিগতি বুঝে ও দিল্লির অনুমতি পেলে বক্সায় পুনর্বাসন দেওয়ার কথা চিন্তায় আছে। অপরদিকে মেদিনীপুরের ডিএফও রবীন্দ্রনাথ সাহাও জানিয়েছেন, ‘শনিবার সকাল থেকে খাঁচা পাতার তোড়জোড় শুরু হবে।’



এবার আবার প্রশ্ন উঠতেই পারে, লালগড় জঙ্গলে কোথায় থেকে রয়্যাল বেঙ্গল টাইগার এল? যদিও এর কোনও সদুত্তর পাওয়া যাচ্ছে না। রাজ্যের মুখ্য বনপাল (বন্যপ্রাণ) রবিকান্ত সিংহ জানিয়েছেন, ‘গত ৫০-৬০ বছরে ওই এলাকায় বাঘের দেখা মেলেনি। ফলে, এই মুহূর্তে কিছু বলা অসম্ভব।’ তবুও বন্যপশু বিশেষঞ্জদের মতে, দলমা হাতিদের রুট ধরে লালগড়ে বাঘের ঢুকে পড়াটা উড়িয়ে দেওয়া যায় না। পালামউ-এর জঙ্গল থেকে বাঘটি সিমলিপালের জঙ্গল দিয়ে লালগড়ের দিকে ঢুকে পড়তে পারেও বলে মনে করছেন বন্যপ্রাণী বিশেষজ্ঞরা। তাঁদের মতে, ওড়িশার সিমলিপাল থেকে গরুমহিষানি-দুমারিয়া হয়ে সুর্বর্ণরেখা হয়ে কংসাবতী পেরিয়ে আসতে পারে এই রয়্যাল বেঙ্গল টাইগার। এছাড়াও আরও দুটি রুট আছে। ঝাড়খণ্ডের পলামু থেকে পূর্ব সিংভূম-হাতিবাড়ি হয়ে লালগড়ে জঙ্গলেও ঠিকানা গাড়তে পারে বাঘটি। অন্য আর একটি রুট রহচ্ছে ঝাড়খণ্ডের দলমা থেকে বেলপাহাড়ির কাঁকরাঝোড় হয়ে লালগড়ের পথে যাওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যায় না। কারণ সরিস্কা অভয়ারণ্য থেকে বাঘ রাজস্থানের ভরতপুর পক্ষী অভয়রারন্যেও গিয়েছে এমন রেকর্ডও আছে। মহারাষ্ট্রের নাগজিরার জঙ্গল থেকে জয় নামে একটি বাঘ ১৫০ কিলোমিটার দূরের উম্বেদ কারহান্ডলায় এসেছিল। অসমের কাজিরাঙা থেকে মানস পর্যন্ত ২০০ কিলোমিটার পাড়ি দেওয়ার দৃষ্টান্তও রয়েছে।

লালগড়ের জঙ্গলে বেশ কিছুদিন ধরেই বড় বড় পায়ের ছাপ এবং ৭টি গরুর মৃত্যু, ৩টি গরুর জখম হওয়া নিয়ে বনদফতরের কাছে অভিযোগ জানিয়েছিল স্থানীয় বাসিন্দারা। এরপরই নড়েচড়ে বসে বন দফতর এবং ট্র্যাপ ক্যামেরা বসানো হয় লালগড়ের জঙ্গলে। ক্যামেরাবন্দি ছবি দেখেই চক্ষু চড়কগাছ বন দফতরের। কারণ, ক্যামেরায় ধরা পড়া প্রাণীটি একটি বিশাল আকারের রয়্যাল বেঙ্গল টাইগার। ক্য়ামেরায় ওঠা প্রথম ছবিটি ২ মার্চ ভোর ৪.২৮টায়। শেষ ছবিটি সকাল ৬.১৫টায়। অর্থাৎ মানে বোঝাই যাচ্ছে এই সময়টায় বাঘটি শিকারের চেষ্টায় ছিল।

Related Articles

Stay Connected

17,141FansLike
3,912FollowersFollow
21,000SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles