35 C
Kolkata
Thursday, March 28, 2024
spot_img

ব্যারাকপুরে ধুমধামের সাথে পালিত হলো “বসন্ত সমাগমে – ২০১৮”

অনুপমা দত্ত, ১ লা মার্চ,ব্যারাকপুরঃ

“বসন্ত এসে গেছে, তাই আজি এই বসন্তের রঙে রাঙিয়ে দিয়ে যাও” এই কথাগুলোকে যেন অক্ষরে অক্ষরে পালন করলো ব্যারাকপুর পৌরসভার অন্তর্গত ১০নং ওয়ার্ডের সকল মানুষ আর তাই তাদের আয়োজিত “বসন্ত সমাগমে – ২০১৮”।

[espro-slider id=1703]

এই বিশাল আয়োজনে ব্যারাকপুর পৌরসভার অন্তর্গত ১০নং ওয়ার্ডের সকল মানুষ। ১লা মার্চ সারাদিন ব্যাপী নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে নিজেকে মাতিয়ে রাখলেন। সকাল ৭.৩০টায় গান ও নৃত্যের তালে তালে প্রভাত ফেরি দিয়ে শুরু তারপর বেলা বাড়তেই রবীন্দ্রনৃত্য, আবৃতি ও সঙ্গীতানুষ্ঠানের মধ্য দিয়ে পুরো দিনটিকে পালিত করলেন তারা। এদিন তাদের প্রভাতফেরীর সময় পথে সকল জাতি, বর্ণ, ভেদাভেদ ভুলে গিয়ে প্রত্যেকে বিভিন্ন রংএ একে-অপরকে রাঙ্গিয়ে তোলেন।

[espro-slider id=1708]

এদিনের উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যারাকপুর বিধায়ক শীলভদ্র দত্ত,ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাটপাড়া বিধানসভার বিধায়ক অর্জুন সিং এবং টিটাগড় পৌড়সভার পৌরপিতা অ্যাডভোকেট মনীশ শুক্লা। এছাড়া এই পুরো অনুষ্ঠানটি পরিচালিত হয় ব্যারাকপুর শহর তৃনমুল সভাপতি সুধাংশু পাল ও ১০ নম্বর ওয়ার্ডের প্রাক্তন ওয়ার্ড কাউনসিলার মিলন আশ এবং তার সাথে সহোযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিলেন এলাকার যুবক-যুবতীরা।

[espro-slider id=1696]

বসন্ত সমাগমের মুল অনুষ্ঠানটি আয়োজিত হয় অনন্দপুরির অভুদ্ব্যয় খেলার মাঠে। এই খেলার মাঠের অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল জমজমাট সঙ্গীতানুষ্ঠান এই দিন অনুষ্ঠানের মঞ্চে সঙ্গীত শিল্পী শুভদীপ মিত্র, মোনালিসা ও পার্থ প্রতিম সাহা তাদের গানের ডালী নিয়ে হাজীর হয়ে উপস্থিত সকল শ্রোতার মন জয় করলেন। সারা মাঠে তখন ১০নম্বর ওয়ার্ডের মানুষজনই শুধু নয়, হাজীর ছিলেন ব্যারাকপুরের নানা প্রান্ত থেকে আশা মানুষজন অর্থাৎ লোকে লোকারণ্য পুরো মাঠ।

বসন্তের এই দিনটিকে এইভাবেই সারাদিন ব্যাপী নানা রঙের বিভিন্ন অনুষ্ঠান, খাওয়া দাওয়া ও আবির খেলার মধ্য দিয়ে পালিত করলো ব্যারাকপুর পৌরসভার অন্তর্গত ১০নম্বর ওয়ার্ড ও ব্যারাকপুর বাসী।

Related Articles

Stay Connected

17,141FansLike
3,912FollowersFollow
21,000SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles