30 C
Kolkata
Saturday, April 20, 2024
spot_img

বাংলাদেশে ৩৬টি মামলার মধ্যে ৩৪ টিতে জামিন পেলেন খালেদা

মিজান রহমান, ঢাকাঃ মুক্তিযুদ্ধে শহীদদের সংখ্যা ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে বিরূপ মন্তব্য করা নিয়ে দায়ের করা মানহানি মামলায় হাইকোর্ট থেকে ৬ মাসের জামিন পেয়েছেন বেগম খালেদা জিয়া। এ নিয়ে গত এক সপ্তাহে তিনটি এবং মোট ৩৪ টি মামলায় জামিন পেলেন তিনি। ফলে আর মাত্র দুটি মামলায় জামিন পেলেই বেগম জিয়ার মুক্তি পেতে আইনি কোনো বাধা থাকবে না। বেগম জিয়ার বিরুদ্ধে মোট ৩৬ টি মামলা রয়েছে। আর কয়টি মামলায় জামিন পেলে বেগম জিয়া কারামুক্ত হবেন এ বিষয়ে তার আইনজীবী সুস্পষ্ট বক্তব্য দিতে রাজি না হলেও তারা বলছেন, সরকার চাইলে সহসায় মুক্তি পাবেন বেগম জিয়া। এদিকে মানহানির মামলায় জামিনের বিরুদ্ধে আপিল করার কথা জানিয়েছে রাষ্ট্রপক্ষ। জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সর্বোচ্চ আদালত থেকে জামিন পাওয়ার পর মুক্তি পেতে আরও ৬টি মামলায় জামিন নেয়ার প্রয়োজন ছিলো। এই ছয় মামলার মধ্যে মানহানি, নাশকতার চার মামলায় উচ্চ আদালত থেকে জামিন হওয়ায় আশার আলো দেখছেন তার আইনজীবীরা। তবে আর কয়েকটি মামলায় জামিন পেলে তিনি কারামুক্ত হবেন এ বিষয়ে জানাতে কৌশলের আশ্রয় নিয়েছেন বেগম জিয়ার আইনজীবীরা।

Related Articles

Stay Connected

17,141FansLike
3,912FollowersFollow
21,000SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles