34 C
Kolkata
Friday, March 29, 2024
spot_img

ভ্যান চালক বাবার স্বপ্ন পুরণের দৌড়ে বাপি

জয় চক্রবর্তী, বাগদাঃ বছর দেড়েক আগেও অ্যাথলেটিক্সের সঙ্গে তার পরিচয় ছিল না। ভলিবল নিয়েই যাবতীয় উৎসাহ ছিল বাগদার এই কিশোরের। গত ৫ই আগস্ট, রবিবার যুবভারতী ক্রীড়াঙ্গনে আয়োজিত রাজ্য অনুর্ধ ১৮ অ্যাথলেটিক্স মিটের ১০০ মিটার দৌড়ে বাপি শেখ এ বার প্রথম হয়েছে। গত রবিবার যুবভারতী তে এই দৌড়ে সময় নিয়েছে ১০.৯ সেকেন্ড। মাত্র দেড় বছরের মধ্যে রূপকথার মতো উত্থান সিন্দ্রাণীর বাসিন্দা ১৭ বছরের বাপি। সিন্দ্রাণী সাবিত্রী উচ্চ বিদ্যালয়ে দ্বাদশ শ্রেণির ছাত্র সে। গত ৬ই আগস্ট, সোমবার স্কুলে তাকে সংবর্ধনাও দেওয়া হয়েছে। বাপি জানিয়েছে, সিনিয়র পর্যায়ে ১০০ মিটার দৌড়ে সে জাতীয় রেকর্ড ভাঙতে চায়। “স্বপ্ন দেখি দেশের হয়ে বিদেশ থেকে পদক আনবো”। তাই শুরু করেছে কড়া অনুশীলন। ভ্যান চালক বাবা সংসার চালাতে হিমসিম খেলেও ছেলেকে উৎসাহ দেন সর্বদা এবং ছেলে কে নিয়ে স্বপ্নও দেখেন সে। চেষ্টা করেন প্রয়োজনীয় জিনিস পত্র কিনে দেওয়ার। কোচ গৌর রায় ওষুধ, পোষাক সমস্ত কিছু দিয়েই সাহায্য করেছে তাকে। গৌর বাবু বলেন, ভলিবল থেকে ওকে টেনে এনেছি, আমারো স্বপ্ন ও একদিন দেশের নাম উজ্জ্বল করবে।

Related Articles

Stay Connected

17,141FansLike
3,912FollowersFollow
21,000SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles