30 C
Kolkata
Thursday, April 18, 2024
spot_img

বাংলাদেশে ঢাকা-চট্টগ্রামের বাইরেও বুলেট ট্রেন চলবে

 

বেঙ্গলটুডে প্রতিনিধি, ঢাকাঃ দেশের বিভিন্ন রুটে চলবে দ্রত গতির বুলেট ট্রেন। শুধু ঢাকা-চট্রগ্রাম নয়, আগামীতে ঢাকা-সিলেট, ঢাকা-রাজশাহী, ঢাকা-পায়রা বন্দর পর্যন্ত বুলেট ট্রেন চলবে। ২৫শে জুলাই, বুধবার রেলপথমন্ত্রী মো. মুজিবুল হক সচিবালয়ের মন্ত্রিপরিষদ সভাকক্ষে জেলা প্রশাসক সম্মেলনে রেলপথ মন্ত্রণালয় বিষয়ক আলোচনায় এ কথা বলেন। মন্ত্রী এ সময় সারা দেশ থেকে আসা জেলা প্রশাসকদের মধ্য থেকে কয়েক জনের প্রশ্নেরও জবাব দেন। বগুড়া জেলা প্রশাসক সিরাজগঞ্জ-বগুড়া-রংপুর রেললাইন নির্মান দ্রুত শুরু করার অনুরোধ জানান তিনি। কিশোরগঞ্জ জেলা প্রশাসক ভৈরবে বাইপাস রেললাইন নির্মাণের দাবি জানান। এছাড়া, একই লাইনে সিগনালিং ব্যবস্থার উন্নয়ন, প্লাটফরম ও ট্রেনের দরজা একই বরাবর করার অনুরোধ জানান তিনি। ঢাকা জেলা প্রশাসক কমলাপুর-এয়ারপোর্ট রুটে বেশি পরিমাণে কমিউটার ট্রেন চালানোর দাবি উত্থাপন করেন। এর আগে জেলা প্রশাসকদের মধ্য থেকে সাতটি লিখিত প্রস্তাব পেশ করা হয় এবং রেলপথ সচিব এগুলোর জবাব দেন। রেলপথমন্ত্রী এ সময় জেলা প্রশাসকদের সামনে বলেন, বিএনপি সরকার রেল খাতকে ধ্বংস করে গেছে। বর্তমান সরকারই এ রেলকে গুরুত্ব দিয়ে আলাদা মন্ত্রণালয় গঠন করেছে। বর্তমান প্রধানমন্ত্রী ধ্বংসপ্রাপ্ত রেল খাতে গতি এনেছেন। অনেক প্রকল্প চলছে। সারা দেশকে রেল নেটওয়ার্কের আওতায় আনার পরিকল্পনা আছে। যেকোনো প্রকল্পে ভূমি অধিগ্রহণ সহ বাস্তবায়নের ক্ষেত্রে জেলা প্রশাসকদের ভূমিকা গুরুত্বপূর্ণ বলে রেলমন্ত্রী উল্লেখ করেন। অতীতের মতো ভবিষ্যতেও তাদের সহযোগিতা অব্যাহত থাকবে বলে মন্ত্রী আশাবাদ ব্যক্ত করেন। এ সম্মেলনে রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. মোফাজ্জেল হোসেন, রেলওয়ের মহাপরিচালক মো. আমজাদ হোসেন উপস্থিত ছিলেন।

Related Articles

Stay Connected

17,141FansLike
3,912FollowersFollow
21,000SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles