34 C
Kolkata
Friday, March 29, 2024
spot_img

বাংলাদেশে মাদক বন্ধে কঠোর অবস্থানে পুলিশঃ ডিএমপি কমিশনার

মিজান রহমান, ঢাকা: ৩০শে জুন, শনিবার সকালে রাজধানীর মিরপুরে মনিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজে আয়োজিত ‘চলমান মাদক বিরোধী অভিযান ও আমাদের করণীয়’ শীর্ষক আলোচনা সভায় বিশেষ অতিথি রুপে ঢাকা মহানগর পুলিশ কমিশনার (ডিএমপি) আছাদুজ্জামান মিয়া তিনি বলেন, “পুলিশের কঠোর অবস্থানের কারণে রাজধানী ঢাকায় অপরাধের মাত্রা কমে এসেছে। মাদক বন্ধে আরো কঠোর হবে পুলিশ। অপরাধ করে কেউ পার পাবে না”। তিনি আরও বলেন, “প্রধানমন্ত্রীর নির্দেশে জঙ্গিবাদের মতো মাদকের বিরুদ্ধে আমরা যুদ্ধে নেমেছি। মাদকবিরোধী অভিযানে ঢাকা শহরের সকল মাদকের আখড়া ভেঙে দিয়ে মাদক ব্যবসায়ীদের আইনের আওতায় নেওয়া হচ্ছে। মাদক নির্মূল না হওয়া পর্যন্ত আমাদের অভিযান চলবে। ঢাকা শহরে কোনো মাদক ব্যবসায়ীর ঠাঁই হবে না। মাদক ও সন্ত্রাসবাদ একটি বৈশ্বিক সমস্যা। পুলিশের একার পক্ষে এই সমস্যা দমন করা অনেক কঠিন। মাদকের বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে আসতে হবে। মাদক আইনশৃঙ্খলার সমস্যা না, এটা সামাজিক সমস্যা”। ডিএমপি কমিশনার আরো বলেন, “আমাদের কঠোর অবস্থানে ঢাকা শহরে কোনো সংঘবদ্ধ চুরি, ডাকাতি, খুন, চাঁদাবাজি সহ অন্যান্য অপরাধ নেই বললেই চলে। অপরাধ যেই করুক তাকে আইনের আওতায় আনা হবে। জঙ্গিবাদের ষড়যন্ত্র থেকে আমাদের সকলকে সজাগ থাকতে হবে। ধর্মের অপব্যাখ্যা রোধ করতে আলেম সমাজকে ভূমিকা নিয়ে এগিয়ে আসতে হবে”।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে ছিলেন ঢাকা-১৫ আসনের সংসদ সদস্য কামাল আহমেদ মজুমদার। এছারাও উপস্থিত ছিলেন ডিএমপির অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপস) কৃষ্ণপদ রায়, যুগ্ম কমিশনার (ক্রাইম) শেখ নাজমুল আলম, মিরপুর বিভাগের উপকমিশনার (ডিসি) মাসুদ আহম্মদ।

Related Articles

Stay Connected

17,141FansLike
3,912FollowersFollow
21,000SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles