41 C
Kolkata
Friday, April 19, 2024
spot_img

বাংলাদেশে বিভিন্ন স্থানে বজ্র সহ বৃষ্টির সম্ভাবনা

 

বেঙ্গলটুডে প্রতিনিধি, ঢাকা: খুলনা, বরিশাল, চট্টগ্রাম, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং ঢাকা ও রাজশাহী বিভাগের কিছু-কিছু জায়গায় অস্থায়ী দমকা হাওয়া এবং বিজলী চমকানো সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

সেইসঙ্গে দেশের কোথাও-কোথাও মাঝারি, ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে বলেও জানানো হয়েছে। সারাদেশে দিন ও রাতের তাপপাত্রা সামান্য হ্রাস পেতে পারে উল্লেখ করে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ সকাল ৬ টায় ঢাকায় হাওয়া আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯১ শতাংশ। ঢাকায় ২৫শে জুন সূর্যাস্ত সন্ধ্যা ৬ টা ৫০ মিনিটে এবং ২৬শে জুন মঙ্গলবার সূর্যোদয় ভোর ৫টা ১৩ মিনিটে। আবহাওয়া চিত্রের সংক্ষিপ্তসারে বলা হয়, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ ভারতের বিহার থেকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ হয়ে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু বাংলাদেশের উপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি থেকে প্রবল অবস্থায় বিরাজ করছে।

Related Articles

Stay Connected

17,141FansLike
3,912FollowersFollow
21,000SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles