37 C
Kolkata
Friday, April 19, 2024
spot_img

৫০০০ কিমি পাল্লার ক্ষেপণাস্ত্র অগ্নি ৫-এর সফল উৎক্ষেপণ করল ভারত

ওয়েবডেস্ক, বেঙ্গল টুডে:

পরমাণু অস্ত্রবাহী ভূমি থেকে ভূমি ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র অগ্নি-৫-এর সফল পরীক্ষামূলক উৎক্ষেপন করল ভারত। মূলত ওড়িশার উপকূলের টেস্ট রেঞ্জ থেকে ৫০০০ কিমি পাল্লার অগ্নি সিরিজের সবচেয়ে অ্যাডভান্স এই ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা করা হল ।
এই সফল উৎক্ষেপন ভারতের নিজস্ব ক্ষেপণাস্ত্র সংক্রান্ত সক্ষমতা ও প্রতিরোধ শক্তি আরও জোরদার করল।

প্রতিরক্ষামন্ত্রক সূত্রে খবর, সমস্ত রাডার, ট্রাকিং সিস্টেম ও রেঞ্চ স্টেশনে ক্ষেপণাস্ত্রের উড়ান সক্ষমতা পর্যবেক্ষণ করেছে। এই অত্যাধুনিক ক্ষেপণাস্ত্রটি ১৯ মিনিট আকাশে ছিল এবং এই সময়ের মধ্যে ৪,৯০০ কিমি পথ পাড়ি দিয়েছে। এদিন সকাল ৯.৫৪ নাগাদ আব্দুল কালাম আজাদ দ্বীপের ইন্টিগ্রেটেড টেস্ট রেঞ্জ (আইটিআর) থেকে ক্ষেপণাস্ত্রটির উৎক্ষেপন হয়।

ডিআরডিও সূত্রে জানানো হয়েছে, অগ্নি সিরিজের সবচেয়ে অ্যাডভান্সড এই ক্ষেপণাস্ত্রে রয়েছে বাড়তি নেভিগেশন সিস্টেম। যার দরুন তা নির্ভূলভাবে লক্ষ্যবস্তুর কাছে পৌঁছে যেতে পারে। সর্বাধিক উচ্চতায় পৌঁছনোর পর লক্ষ্যবস্তুর দিকে মাধ্যকর্ষণ শক্তির প্রভাবে আরও বেশি দ্রুতগতিতে লক্ষ্যবস্তুর কাছে পৌঁছতে সক্ষম।

প্রসঙ্গত অগ্নি সিরিজের প্রথম ক্ষেপণাস্ত্র অগ্নি-৫ এর প্রথম পরীক্ষামূলক সফল উৎক্ষেপন হয়েছিল ২০১২-র ১৯ এপ্রিল। এরপর দ্বিতীয় পরীক্ষামূলক উৎক্ষেপন হয়েছিল ২০১৩-র ১৫ সেপ্টেম্বর , তৃতীয় উৎক্ষেপনটি হয়েছিল ২০১৫-র ৩১ জানুয়ারি এবং ২০১৬-র ২৬ ডিসেম্বর চতুর্থ পরীক্ষামূলক সফল উৎক্ষেপন হয়েছিল।

Related Articles

Stay Connected

17,141FansLike
3,912FollowersFollow
21,000SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles