41 C
Kolkata
Saturday, April 20, 2024
spot_img

জ্যৈষ্ঠের শেষে আগুন ঢালছে সূর্য

ওয়েবডেস্ক, বেঙ্গল টুডেঃ

বর্তমানে খাতায় কলমে বর্ষা এসে গেলেও গ্রীষ্মের বিদায়ের কোন নাম নেই। সম্প্রতি বেশ কিছুদিন ধরেই জেভাবে জাঁকিয়ে বৃষ্টি নেমেছিল তাতে সকলের মনে হয়েছিল এবার বোধেহয় গ্রীষ্ম বিদায়ের সময় হয়ে গেল। কিন্তু আবয়াহাওয়ার এই খামখেয়ালিপনায় গ্রীষ্মের এই তাপদাহে দগ্ধ সকলে।

মূলত জ্যৈষ্ঠ মাসের শেষ দিনে গরম যে খেলা দেখাল তা ভরা গ্রীষ্মেও দেখায়নি। আর এই খামখেয়ালিপনায় এই প্রথম তাপমাত্রা ৪০ ডিগ্রি। আর এর জেরেই মানুষ না পারছে ঘরে থাকতে নাপারছে বাইরে বেরোতে।

এখন পরিস্থিতি অনেকটা চাতকের মতো অপেক্ষা কবে বৃষ্টি হবে, আবহাওয়া স্বাভাবিক হবে। তবে এই আগুন ঢালা গরমে বর্ষাতেও প্রাণান্তকর অবস্থা হয় মানুষের।

যদিও আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, এখন যতই বর্ষা এসে থাকুক না কেন আগামী কয়েকদিন আবহাওয়া এই একই রকম থাকবে। অপরদিকে যখন দক্ষিণবঙ্গ গরমে জ্বলছে তখন বৃষ্টি ভেজা দিন কাটাচ্ছেন উত্তরবঙ্গের মানুষজন।

Related Articles

Stay Connected

17,141FansLike
3,912FollowersFollow
21,000SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles